ঘুম পরী, ঘুম পরী,
তোমার যে এখন ছুটি,
রোদে মাখা সূর্যি মামা
করছে লুটোপুটি I
ভোরের আলোয় প্রকৃতি যেন
অলংকৃত এক নারী,
অবাক হলো সূর্যি মামা
এ যে রূপের অপরূপধারী I
উঠে দেখো ওই সকাল হলো
ভোরের পাখিরা জাগে,
Good Morning বলবো আমি
উঠে সবার আগে I
ঘুমিয়ে কেন উঠে পড়ো
করছো কেন Late,
আজকে না হয় মায়ের উপর
নাই বা দেখালে জেদ I