তোমার রূপে মুগ্ধ হবে
ওই আকাশের তারা,
তোমার চাওনি তে হারিয়ে যাবে
চোখ রেখেছে যারা I
তোমার শিক্ষায় শিক্ষিত সবাই
হলো না কারুর হারা,
তোমার ব্যাবহারের গুনে
শান্ত সকল পাড়া I
তোমার খোলা চুলের বাহারেতে
বিদ্ধ হলো কারা ?
তোমার Friend List এর সকল বন্ধু
শুধু আমি ছাড়া I