তুমি মানে মান-অভিমান, ভালোবাসা বাড়াবাড়ি,
ঠোঁট চাপা হাসি আর চোখে চোখ আড়াআড়ি।
তুমি মানে আঁকড়ে রাখা,অদৃশ্য মায়াজাল
মন ভোলানো বংশী বাদক,অদৃশ্য রাখাল।
তুমি মানে যৌবনের প্রভাতে, সদ্য ফোঁটা কলি,
মনের সব গোপন কথা, প্রাণ খুলে যাকে বলি।
তুমি মানে নিষিদ্ধ ইচ্ছে আর আবেগের প্রশ্রয়,
যার সাথে পথ চলতে কভু, হয় নিকো সংশয়।
তুমি মানে যার কথা ভেবে, কাঁটে রাত নির্ঘুম
এলোমেলো কল্পনার সাক্ষী হয় কত রাত, নিঝুম।
তুমি মানে প্রেম নামক, মিষ্টি এক অসুখ
পরম আবেশে হারিয়ে যেথা, পাই খুঁজে সব সুখ।