অনেকদিন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে
বৃষ্টিতে ভেজা হয়নি,
অনেকদিন ভোরে ঘুম থেকে উঠে
কলেজের বাস ধরার জন্য
সকালের নাস্তা অসমাপ্ত রেখেই বাসস্ট্যান্ডে
ছুটে যাওয়া হয়নি।
অনেকদিন ক্লাস রুমের কালো বোর্ড টার সামনে বসে
পড়া তোলা হয়নি।
শিক্ষকদের সাথে সুর করে পড়া হয়নি-
"সকল ক্ষার ক্ষারক হলেও সকল ক্ষারক ক্ষার নয়"
অনেকদিন কলেজের বন্ধুদের সাথে
আইসক্রিম খেতে খেতে হেঁটে
বাসায় ফেরা হয়নি।
অনেকদিন কলেজের সামনের ফুটপাথের
পথশিশু সুমনকে খাবার কিনে দেয়া হয়নি।
না জানি কি খেয়ে এখন দিন কাটছে তার!
হয়তো অনাহারে ই.........
ভাবিনি কখনো এভাবে নিত্যদিনের
যান্ত্রিক জীবনের চাকা-
হঠাৎ যাবে থেমে!!
করোনা ভাইরাস এলো নিয়ে বন্দী জীবন
মহামারী নামক খামে।
ঘরে বসে তাই স্রষ্টার কাছে
করি প্রার্থনা দিবস-রজনী,
করোনা ভাইরাস কখনো যেন
না হয় অবিনাশী
পৃথিবীবাসী আজ-
থমকে যাওয়া জীবন চাকাটির
সচল হওয়ার প্রত্যাশী।