যন্ত্রণা আমায় কেন করো দগ্ধ?
তুমি কি জানো না- আমি যে নিয়তির ছকে আবদ্ধ।
বিবেক আমায় কেন করো প্রশ্নবিদ্ধ?
তুমি কি জানো না- জীবনের বাস্তবতা বড়ই তিক্ত।
কষ্ট আমার চোখকে কেন করো অশ্রুসিক্ত?
তুমি কি জানো না- আত্মচিন্তা হতে আমি মুক্ত।
আবেগ আমায় কেন করো অন্ধ?
তুমি কি জানো না- তোমার মোহে আমার জীবন হবে নষ্ট।
মায়া আমায় কেন করো দুর্বল?
তুমি কি জানো না- আমার নির্ধারিত নিয়তি বড়ই সবল।
স্মৃতি আমার চেতনাকে কেন কর আচ্ছন্ন?
তুমি কি জানো না- আমার হৃদয়ের কথা সর্বদাই থাকবে প্রচ্ছন্ন।
বেলা শেষের যাত্রী আমি
অন্ধকারের সাথী-
বন্ধুর পথ পাড়ি দেবার আশায়
আলোর প্রদীপ জ্বালি।
আমার এই ছোট্ট জীবনে
হাজারও অনুভূতি আর
স্বপ্নের ঢেউ-
সময় ফুরালে হঠাৎ দেখি
চারপাশে নেই কেউ-
লড়াই করে টিকে আছি
সেই আমি টুকুন।