প্রচলিত আছে - মানুষের মন যখন উদাস হয়ে ওঠে বা ভালোবাসা ও বিরহের আবেগে আপ্লুত হয়ে ওঠে তখন তার ভেতরে একটি কবি সত্তার আবির্ভাব ঘটে। কখনো আবার প্রকৃতি কিংবা প্রেয়সীর প্রেমের সাগরে ডুব দিলেও মানুষের মনে কবি কবি ভাব জেগে ওঠে।
আমার ভেতরেও কবি সত্তার জাগরণ ঘটেছিল প্রকৃতির প্রেমে ডুব দিয়ে। দিনটি আমার এখনও মনে আছে।
সেদিন ছিল এক বৃষ্টি ভেজা স্নিগ্ধ সকাল। আমি উদাস মনে আমার ঘরের খোলা বাতায়নের সামনে দাঁড়িয়ে ডান হাত সামনে প্রসারিত করে বৃষ্টিকে ছুঁয়ে দিচ্ছিলাম আর গুন গুন করে "আজি ঝরঝর মুখর বাদল দিনে" রবীন্দ্রসঙ্গীত টি গাইছিলাম।
হঠাৎ গান থামিয়ে নিজের মনে চারটি চরণ সাজিয়ে বিরবির করেছিলাম-
"এমন দিনে মন যে সবার
হয়ে যায় উদাস কবি,
নাচের আসর জমাতে তার
মেলে পাখা ময়ূরী।"