তোমায় আমি প্রত্যহ
নানা রঙে আঁকি,
কবে পাবো তোমার দেখা
সেই আশাতে থাকি!
দেখতে ওগো কেমন তুমি,
কেমন তোমার চোখ?
গোল নাকি চ্যাপটা বলো
কেমন তোমার মুখ?
শীষ দিয়ে ডাকতে পারো
কোকিল পাখির ডাক?
খাড়া নাকি বোঁচা বলো
কেমন তোমার নাক?
কালো নাকি ফর্সা বলো
কেমন তোমার রঙ?
হাত দিয়ে চুলে করতে পারো
হরেক রকম ঢং?
মোটা নাকি পাতলা বলো
কেমন তোমার গড়ন?
শান্ত নাকি বদমেজাজি
তোমার স্বভাব ধরন?
খাটো নাকি লম্বা তুমি
উচ্চতার খবর বলো?
কচ্ছপ গতিতে হাঁটো নাকি
হাওয়ার বেগে চলো?
পড়াশোনার খবর বলো
দিয়েছো কোন পাশ?
কাজ কর্ম করো কি কিছু
নাকি কাঁটো ঘোড়ার ঘাস?
বড় নাকি ছোট বলো
কেমন তোমার দাড়ি?
দেখা না দিলে করবো আমি
তোমার সাথে আড়ি!
মনের সব প্রশ্নগুলো
রেখে কাব্যের পাতায়,
একদিন ঠিক পৌঁছে যাবো
তোমার ঠিকানায়।