স্বপ্ন ছিল পাখি হয়ে
আকাশটা ছুঁয়ে দেখার,
স্বপ্ন ছিল তারা হয়ে
আকাশে জ্বলে থাকার।
স্বপ্ন ছিল ঝর্ণা হয়ে
দুরন্ত ছুটে চলার,
স্বপ্ন ছিল নদী হয়ে
সাগরে মিশে যাওয়ার।
স্বপ্ন ছিল শিল্পী হয়ে
নকশা এঁকে যাওয়ার,
স্বপ্ন ছিল কবি হয়ে
কবিতা লিখে যাওয়ার।
স্বপ্ন ছিল পদ্ম হয়ে
পঙ্কে ফুটে থাকার,
স্বপ্ন ছিল জোনাকি হয়ে
আলো-আধারে মিশে থাকার।
আমার এই রঙিন চোখে
স্বপ্ন রাশি রাশি-
জীবন দিল ফাঁকি আমায়
দুঃখের সাগরে ভাসি।
বিষাদ মাঝে রক্তজবা
ফুটুক আবার প্রাণে,
স্বপ্নের রঙ ছড়িয়ে দিক
নবজীবনের জয়গানে।