আমার স্বপ্ন হবে সত্যি তাই আমি স্বপ্নে বাঁধি ঘর,
বায়ান্ন থেকে একাত্তরে বাঙালির এসেছে বিজয় স্বপ্নে করে ভর।
দেখি স্বপ্ন তাই মোর দু'চোখ, সর্বদাই স্বপ্নে থাকে উজ্জ্বল
দেশ মাতৃর প্রেমে সিক্ত মোর হৃদয়,সর্বদাই থাকে প্রাণোচ্ছল।
আমি দেখি স্বপ্ন নেতা নেত্রীরা জনগণের প্রিয় পাত্র,
দেশ ও দশের কল্যাণে তারা নিয়োজিত দিবারাত্র।
দেখি স্বপ্ন আমলারা সদা সেবিছে দেশের তরে,
ঘুষের আশায়, লাল ফিতায় আর রাখেনি ফাইলটি ধরে।
দেখি স্বপ্ন পুলিশ রাস্তায় অহেতুক আর আটকায় না কোনো গাড়ি,
এখন তারা মানুষের বিপদের বন্ধু, আপনজন আর বড়ই পরোপকারী।
দেখি স্বপ্ন শ্রমিকের হাত ধরে আসে দেশে উন্নয়নের সোপান,
রাজপথে নেমে অধিকার আদায়ে তারা আর তোলে না কোনো স্লোগান।
দেখি স্বপ্ন ব্যবসায়ীরা ব্যবসায় দিলো মন,
অসৎ পথে, প্রভাব খাটিয়ে আর গড়ে নাকো তারা ধন।
দেখি স্বপ্ন ধনী গরীবের আর নেই কোনো ব্যবধান,
কৃষকের গোলায় উঠছে ভরে নবান্নেরই ধান।
দেখি স্বপ্ন ধর্ষকের অত্যাচারে কোন কিশোরীর
হাসি হয় নাকো আর ম্লান,
একাত্তরের চেতনায় বাংলায় আবার
জেগেছে নতুন প্রাণ।
তোমার আমার স্বপ্ন যখন
একই সুরে হবে সুরাসুর,
সোনার বাংলায় আর থাকবেনা তখন
অশুভ কোনো অসুর।