মায়ের আলো
................
বিশ্বে আজ উদ্ভাসিত নয়ন
কে আছে আমার মায়েরই মতন?
কে তাঁর মতো করবে যতন?
স্নেহ আদরে বাঁধবে বাঁধন ?
বিপদে মোরে যে দেবে সাহস?
কে পড়াবে জয়ের মুকুট?
কে দেখাবে আশার আলো
নব অরুনের মতো ?
সন্ধ্যা রাতে আঁধার তরে
হাজার জোনাক আলোক জ্বালে
সেই আলোতে নিশান হাতে
মা থাকে দাঁড়ায়ে দু'হাত বাড়ায়ে।
ভ্রমণ
.......
আকাশ বাতাস সঙ্গী করে
চলছি মোরা চাঁদের দেশে,
মেঘের দোলায় পরীর বেশে
আনন্দে প্রাণ ভরতে হেসে।
চলছি মোরা গানের দেশে
সুর–ছন্দে মন রাঙাতে,
চলছি মোরা রূপ নগরে
পক্ষিরাজ ঘোড়ায় চড়ে।
চলছি মোরা পাতাল ফুঁড়ে
পাথর–নুড়ির সঙ্গী হয়ে,
চলছি মোরা সাগর তোলে
মাছ রাজ্যের রূপ ভ্রমণে।
চলছি মোরা হৃদয় মাঝে
সবার খুশি দেখতে প্রাণে।
চলছি মোরা সুখ বাহনে
দুঃখ ভুলে হাসতে সুখে,
চলছি মোরা স্বর্গ পানে
স্বর্গ রাজের সুখ ভুবনে ।
নোট:
অনেক ছোটবেলায় লেখা দুটি কবিতা।
পুরোনো ডায়েরি দেখতে যেয়ে আজ খুঁজে পেলাম। ভাবলাম এইখানে দেই। তাই আর কি !!!