বাবা মানে যার হাতটি ধরে প্রথম হাঁটতে শেখা
বাবা মানে যার মুখে প্রথম ‘মা’ ডাকটি শোনা,
বাবা মানে পুরো পরিবারকে আগলে রাখা এক ছাদ
বাবা মানে নিঃস্বার্থবান এক মানুষ নিখাদ।
বাবা মানে এক অবাক প্রাণ, নিরাপত্তার চাদর
বাবা মানে জ্যোৎস্না স্নাত পূর্ণিমাতে পান্ডুর চোখে আদর,
বাবা মানে আস্থার আকাশ, এক বুক ভরা মায়া
বাবা মানে ঘুড়ির প্রেম আর মেঘ নামনো ছায়া।
বাবা মানে সব কষ্ট থেকে আগলে রাখা ঢাল
বাবা মানে সন্তানকে নিয়ে নিজের দুটি চোখে, হাজারো স্বপ্নের বোনা জাল।
বাবা মানে সব সমস্যার সহজ সমাধান
বাবা মানে অফুরন্ত বায়না আর অকারণ রাগ–অভিমান।
বাবা মানে সেই কবিতা, যার কাছে হার মানে সব ছন্দ
বাবা মানে সেই খুনসুঁটি, যার সাথে কথায় কথায় বাঁধে দ্বন্দ্ব,
বাবা মানে গ্রীষ্মের ছুটিতে গল্প শোনা দুপুর
বাবা মানে কড়া শাসনের আড়ালে ঢাকা নীরব ভালোবাসায় ভরপুর।
বাবা মানে হাসি খুশি আর আনন্দের আয়োজন
বাবা মানে এই ভুবনে সন্তানের অতি প্রিয়জন,
বাবা মানে সন্তানের জীবনে এক শ্রেষ্ঠ মহানায়ক
বাবা মানে কল্যাণকামী, এক সুন্দর জীবনের পরিচায়ক।
বাবা মানে জীবনে আদর্শ আর নির্ভীকতার প্রতীক
বাবা মানে যাকে ছাড়া সন্তানের, পুরো পৃথিবীই বেগতিক,
বাবা মানে বটবৃক্ষ নিদাঘ সূর্য তলে
বাবা মানে সবুজ ছাতা হঠাৎ বৃষ্টি এলে।
বাবা মানে বিশ্বজুড়ে আমার পরিচয়
বাবা মানে সকল কাজে আমার মনোবল, নাই যে কোনো ভয়।
বাবা মানে যার চোখেতে আমি অনন্যা
বাবা মানে যার স্নেহের রাজমহলে আমি রাজকন্যা।