সকাল–সন্ধ্যা ডিউটি তোমার
কাজের ভীষণ চাপ !
আমার খবর নাওনি ভেবে
করো নাক অনুতাপ !
আমি ভাই বেকার মানুষ
ভালোই আছি বেশ !
সন্ন্যাসি হয়ে ইচ্ছে করে
ঘুরতে দেশ–বিদেশ !
পালাতে গেলে আর ওড়ে না
জীবন নায়ের পাল !
আটকে রাখে প্রবল স্নেহে
অদৃশ্য এক মায়াজাল !
ভালোবাসি প্রিয় তোমায়
থাকো যতই দূরে !
তোমার স্মৃতি ভুবন ভোলায়
মুগ্ধতা'রই সুরে !
তোমার তরে দিলাম জমা
সব অব্যক্ত অভিযোগ !
সময় পেলে একটু তুমি
নিও আমার খোঁজ !