আজ হতে একশত বছর পরে,
আজকের মতো ই এমনি একটি দিনে
পূর্ব দিগন্তে, রক্তিম সূর্য উদিত হবে
নতুনের বার্তা নিয়ে–
কিন্তু,
তা দেখার জন্য হয়তো,
আমি থাকবো না ।

আজ হতে একশত বছর পরে,
আমার সারাজীবনে কষ্টার্জিত
সার্টিফিকেট এর সেই মোটা ফাইলটা-র
অস্তিত্বই হয়তো আর খুঁজে পাওয়া যাবে না!
অথচ আজ,
একটি সার্টিফিকেট অর্জনের জন্যে
কত প্রচেষ্টাই না করতে হয়!

আজ হতে একশত বছর পরে,
আমার এই অতি প্রিয়
কবিতা লেখার ডায়েরিটা হয়তো–
যত্নে রয়ে যাবে
আমার কোনো উত্তরসূরীর কাছে, কিংবা
অযত্নে–অবহেলায় পরে রবে
কোন পুরনো কাগজের স্তূপে!

আজ হতে একশত বছর পরে,
আমি সত্যিই চাই না, আমার অস্তিত্ব
কালের গর্ভে বিলীন হয়ে যাক;
আমি তো আমার
এই কবিতার মধ্য দিয়ে
বেঁচে থাকতে চাই।
আজ, কাল, বহুকাল......