তোর আকাশে রৌদ্র কিংবা বর্ষা
তোর হাসিতেই অনন্তকাল ভরসা
জোড়া কদম লুকিয়ে হাতের ভাজে
চমকে দিবো সকাল কিংবা সাঁঝে
একটু নাহয় বললে চলো হাটি
পথ আলাদা স্বপ্নটা হোক খাঁটি

              তোর দুচোখের গভীর কালো মায়া
             বুকের ভেতর বিষাদ কালো ছায়া
             হারিয়ে ফেলে একলা যদি হোস
             শান্ত হয়ে একটুখানি বোস
             তাকিয়ে দেখ বুকের ভেতর তোর
             ঐ ঘরেতে আমার সকাল ভোর

ভোর পেরিয়ে আবার আসে আধার
উত্তর নেই এমন জটিল ধাঁধার
আকাশজুড়ে অশান্ত মেঘের দল
আসুক নেমে বর্ষা হয়ে জল
আউলা চুল আর রেশমি চুড়ির আওয়াজ
তোর আর আমার ভালবাসার রেওয়াজ

              এখন আমার অস্তিত্বের দ্বন্দ্ব
              আর স্বপ্ন ভাঙা অন্তমিলের ছন্দ
              তবু অদৃশ্যে থাকব পাশে তোর
              মাটির দেয়াল বাঁধবে বড়জোর
              বন্ধ হলেও এই জীবনের শব্দ
              তোর নামে ঐপারের নৌকা দিলাম বরাদ্দ

হাতছানি দেয় রাত্রি যোজন দূর
এক জীবনে অভাব শুধুই তোর
যতই বলিস মিলবে না সাত্ত্বনা
তবু নিলাম মেনে তোর অপূর্ণতা
অপেক্ষার দিন অলীক স্বপ্নে ভাসা
তুই থেকে তোমায় নেমে আসা