তোমার আমার প্রথম প্রণয় ডাকপিয়নের খামে
প্রথম পাওয়া তোমার চিঠি নয়নতারা নামে
ভুলের ভেলায় ভেসে আসা নীল খামের ওই চিঠি
তারই ভেতর পাঠিয়ে দিলে ভালবাসার কাঠি
কাঠির ছোঁয়া লাগলো মনে জাগলো নতুন সাড়া
তখন আমার সবটি জুড়ে তোমার ইশারা
ক্লাসের ফাকে আড়াল থেকে একটুখানি চাওয়া
নিজের মাঝে থেকেও বুঝি হয়েছিলাম হাওয়া
দুচোখ ভরে দেখা আমার স্বপ্ন ভীষণ দামি
সেই আশাতেই দিশেহারা তুমিবিহীন আমি
চমকে গিয়ে থমকে গেলাম পাইনি তোমায় ছুঁতে
যোগ না করে বিয়োগ হলাম মনের অজান্তে

অনেক সময় কাটলো পড়ে হলাম যখন নারী
বুঝতে পেলাম অনেকটা পথ দেওয়ার আছে পাড়ি
এখন আমার ব্যাস্ত সময় ১০টা-৫টার অফিস
সময় পেলে চারুলতা একটু পাশে বসিস
চায়ের কাপে চুমুক দিয়ে ক্লান্তি ভুলে থাকা
সময় কোথায় পড়বে মনে তোমার জটিলতা
এখনও কি মনে পড়ে কাজের ফাঁকে তোর??
কি যে বলিস,প্রশ্নটা তোর ভীষণ অবান্তর
চারুর কাছে ফাঁকি নাকি নিজের কাছেই দিলাম
এক আধ মিনিট চিন্তা করে হিসাব মেলালাম
কোথাও বুঝি ভুল করেছি ফলাফলে শূন্য
৩৩ এ জীবনটা আজ ভীষন অপূর্ণ
তবু একলা আছি ভালোই আছি নয়তো অসহায়
জীবন থেকে নেই কাউকে আর হারাবার ভয়।