আমাদের সন্ধান চাই—
অনন্য স্বপ্নের ধূসরে,
গভীর এক আত্মার হিমেল সন্ধান চাই!
যদিও একদিন আহত তারা,
ক্লেদহীন বসন্তের রাতে–
নক্ষত্রের আলো হয়ে,
মৃত্যুর অজ্ঞানে নেমে আসে!
সমুদ্রের ওপর তখন বিছোনো স্বপ্নের একটি রাত–
আহত জ্যোৎস্না,
লক্ষপথ সুদূর অতিক্রমণে সমুদীপ্ত আলো হয়!
তবুও এ অতল মৃত্যু সাগরের তিতো নিম ফেনা নয়,
যদিও
স্বাতী তারা খসিয়ে আনে রবারের আহত বুলেট,
তবুও চৌদিকে স্বপ্নের ঘ্রাণ!
সুন্দর সমৃদ্ধ পুষ্পের দেশে,
প্রারম্ভিক উত্তেজনায়–
তাও কি অম্লান!
গলন্ত সোনার রোদে সেইসব মানসিক মহিমা!
এ শূন্য শীতলতা,
এ শীত আরও আরও ক্লান্ত স্বপ্নের মতো
সমাধির পথরেখায়–
বন জ্যোৎস্নার গান!
এ শীত তবুও ক্লান্ত
ফুরোনো মাঠের ধানে,
অগ্রাণি সন্ধ্যায়!
ভালবাসার মাটি ছুঁয়ে এসেছে স্বপ্নের সময়,
আদি সুখ আদিম এক আকাশ প্রিয়ার সাথে,
মনবীনায় তোলে সুর ক্রমশ ঘুমের আদিম এক ঝঙ্কারে–
প্রত্যর্পিত জনতার সন্দিগ্ধ রথে,
এইখানে ততদূর সঠিক এক হাহুতাশ,
মৃত্যুর অর্ণিবানে আজও পেলব মধুময়!
গলে যায় কতো শত
আশ্বিনের ধূসরতা,
স্বপ্নময় তিমিরের প্রশান্তি বেয়ে।।