আমাকে এখন অনর্গল বকবক করে যেতে হবে!
অজস্র আপ্ত বাক্যের মধ্য দিয়ে,
ছড়িয়ে দিতে হবে–
গলিত রক্তের কিছু কথা!
মৃত্যুর সম্মোহিনী আবেগে আবেগে,
যেখানে পড়ন্ত নিটোল হিয়ায়–
জ্যোৎস্নার অতল গান ছুঁয়ে
গভীর এক সংসর্গ জাগে!
সেইখানে পৃথিবী ততোধিক পুরাতন নয়,
সংকল্পের জন্মদাগে
উৎকন্ঠিত জীর্ণতায়–
রাত্রির অন্তিম নিদাঘে!
সুন্দর সুপ্রাচীন নয় তারা
আত্মার গোপন হিমেল এক অনুভূতির মাঝে–
পৃথিবীর টার্সিয়ান
সৌরাশিষ স্বপ্নোজ্জ্বল তন্ময়তা!  
এলায়িত আকাশ পুঞ্জে মেলে দেয়
প্রশান্তির বিহ্বল ডানা–
এইসব অগণন প্রাণের আত্মিকতা শেষ হয়ে গেলে,
পৃথিবীর জনাকীর্ণ সময়ের তীরে,
রেখে যেতে হবে কিছু কথা,
আমায়!
আরও দূর অসংগত সময়ে,
কিছু হিংস্র হিম হিম চঞ্চল প্রামাণ্য স্বপ্নের দলিল!
আরও সুন্দর সহজ কিছু কথা–
নিবিষ্ট ঐকান্তিক মননে
কয়ে যেতেই হবে আমায়!
উপায়ান্তহীন স্বপ্নের গোপন সলিলে।।