একটি নূতন সংকল্পের জন্ম হয়!
অসীম এক দৃঢ়তার বিপরীতে,
গভীর এক অমাময়ী আমাবস্যার
হিমাগ্নি রাতে,
গভীর এক সংকল্পের জন্ম হয়।
সমুদ্রের স্বপ্নিল রঙ—
অতল বাহারের মতো,
ঠিক সেইখানে নাই আজ আর!
নমস্কারে নমস্কারে পেলব শিশিরের স্পর্শে,
আমরা ফের একবার আর্বিভূত হতে চাই!
নব নবীন জন্মের এইসব স্থির কিনারে—
সভ্যতার আদিগন্ত স্বপ্নচোখে,
নক্ষত্রের অন্তিম আলোয় মিনারে মিনারে–
দীনতার শেষে সুঠাম অবসরে ফিরে গিয়ে তারা
সুন্দর সমৃদ্ধ চেতনায় আজও হায় কিরকম ভালো!
শতাব্দীর অন্তিম আগুনে তারই ভেতর জন্ম হয়,
অনিবার্য স্বপ্নের প্রহর,
অনিঃশেষ ব্যাথা অন্ধ মণিজাল স্মৃতির আঘাতে!
আরও এক সুন্দর ঘ্রাণে!
আজ তারা পূর্ণতা পায়—
সেইসব স্বপ্নের অন্তিম বিচার!
পরিচ্ছন্ন সময়ের স্রোতে অবিন্যস্ত
রজনীগন্ধা অনাচার
কোথাও না কোথাও শ্রাবণের নির্ঝরনীর মতো
নির্গলিত হয়!
মিলনের রক্তিম বর্ণ আশ্চর্য প্রেমের মানসে!
আজ তবে,
অযুত অনুপম প্রতিবিম্ব ঘনায়—
সেইখানে স্বার্থক জন্মের অভিপ্রায়ে,
ততদূর বিবর্ণ হয় অহরহ প্রণয়ের নদী!
ধূমায়মান শান্তির সমৃদ্ধ মিছিলে।
যদিও,
আজও একটিই সংকল্পের জন্ম হয়—
আদিগন্ত স্বপ্ন সুন্দর এইসব নিরুপম
স্থির চেতনার ভীড়ে।।