অভিমানী মন অন্ধকারের সাঁঝে,
কোথায় যেন বিহন বেলার আলো!
সেই বিকেলের অরুণ হিয়ার লাজে,
হালকা হাওয়ায় লেগেছে ভীষণ ভালো।

শূন্য নয়নে চেয়ে থেকো দূর পানে!
যেথা শূন্য হিয়ার অকূল পাথারে মন–
নক্ষত্রেরা যেথা গন্ধ বহিয়া আনে,
বহিয়া আনে জ্যোতির আলোক ক্ষণ।

সেথা জমাট বাঁধা হৃদয় বেলার তলে,
জ্বলিতেছে কোন অকূল হিয়ার আলো!
তোমার পরানে বিশ্ব ভুবন জ্বলে–
সেইখানি সুখ মনন হিয়ায় জ্বালো।

দিবস বেলায় শুনি কোন গান!
রক্ত লেখায় নীল গগনের সুর–
ফিরে পায় মানস হিয়ার মান,
ভেসে চলে গীত আজও বহুদূর!

কোন গগনের শিশির আলোর কনা!
শূন্য নয়নে খুব একটুখানি চায়–
চাঁদের হাসি তখনও অন্যমনা!
নীলাভ আলোর বিধুর লালিমা শিখায়।

অঞ্জন ঘন সঞ্চিত হোক ধন!
নিত্য নতুনে এপাশ দিয়েই চলোও,
সুরভি বেলায় সঞ্জীব মোর মন!
চঞ্চলা মন তুমিও কথা বলোও।।