যারে তুমি আজ নাই বা চিনেছ দিচ্ছ যাহারে গালি,
সেই বাগিচার কুসম গন্ধে বসে আছে বনমালী!
শত পরীখার দিগন্ত পেরায়ে এসেছে দাঁড়ায়ে যারা,
পথে পড়ে থাক নরকগুলজার হৃদয়ে করুণাধারা।
ঈশ্বর যেথায় মানবরূপী আত্মার সাথে প্রেম,
প্রতি প্রভাতের রক্ত গোলাপে ফুটে ওঠো নব হেম!
শত সংগ্রামে মানব জনমে হৃদয়ে ভেঙেছে বুক,
আমরা সবাই নিরুপায় ভাই বন্ধ হয়েছে মুখ।
নয়নে যেথায় অশ্রু জমেছে ধূসরে জমেছে নীল—
আদি সন্তাপ মানব প্রয়াণে বেদনার ঝিলমিল।
প্রেম সে যেথায় শিশু সন্তান বোঝে না জীবন দাম–
তারুণ্য সেথায় বুঝিছে মানব
বুঝিয়াছে সংগ্রাম!
তাই অবিচল এক সত্যের পথে রক্তে ফুটিছে স্বর,
আদি প্রয়াণের শরণ চিহ্নে আজও বেদনায় থর থর।।