একটি স্বপ্নের কাছে কিছু কথা রেখে এলাম,
কিছু কথা রেখে এলাম জলের গভীরে—
সময়ের অবিনশ্বর শবে–
হয়তো কিছু রাখা থাকে?
আমারই কিছু অব্যক্ত গোপন কথা!
নিষ্প্রাণ এ সময়ের গভীরে সেইসব
অবিন্যস্ত কথারা যেন প্রাণ পেতে চাই!
অবিচল সূর্যের গরিমায়,
যদিও আজ তারারায় ক্লান্তিহীন সুপ্রভাত ঘোষনা করে,
সংশোধনের সমাহিত অঙ্গনে,
তবু আমি—
কিছু কথা রেখে এলাম!
আবক্ষ সময়ের অবিন্যস্ত চেতনায়,
সেসব কথারা এখন একলা ভীষণ–
বিকেলের আবির রাঙা অরুণের তনু দেহে—
ভীষণ রকম ঋণী হয়ে,
ওরা যেন ক্লান্ত পাখি হতে চাই!
বড্ড ক্লান্ত
বিগত অস্তিত্বের স্ম্রিয়মান আভা!
তেমনই দিনান্তের অন্তিম দিনগত ক্ষয়ে,
নিভে যেতে চাই—
এ রাত্রির অবিসম্বাদি আলো,
তখনও অফুরাণ স্বপ্নের কি ঝিলিক।
কিছু কথা রেখে এলাম বিগত জন্মের কাছে,
ঠিক তখনই।।