আবিস্তীর্ণ স্বপ্নের মায়াজালে—
অনুক্ষণ লিখিত হয়নি কোনও শব্দ!
প্রাণান্তক অজস্র অভিঘাতে,
ঝরে নি টুকরো টুকরো বিবর্ণ স্মৃতিরা—
গোধূলির স্বপ্নাভ রাত!
কোনও দিন,
অনুত্তম বিকেলের অভিধানে–
শোনেনি স্পন্দিত শিহরণ,
আজও তারা—
ইহলোক কাল বিস্মৃত অধ্যায়ে,
জাগরণময় অনন্ত স্বপ্নের গান–
ধরাতল বিদীর্ণ জটিলতায়!
বিবর্ণ ধূসর হয়েছে
কতো সংগ্রামী মুখ!
প্রকাশ্য সমাবেশে–
সময়ের অবিন্যস্ত সাধনায়,
অন্তহীন রাজপথে;
আজ নিষ্প্রাণ পৃথিবীর!
নিঃসঙ্গ স্বপ্নেরা তার
অন্তিম পরিনতি ঘোষনা করুক।
এ দীর্ঘ পরিপূর্ণতায় পূর্ণাঙ্গ সমীরণ,
দুঃসহ অন্ধকার তাই রতিস্নিগ্ধ
অনিন্দ্য উপাখ্যান লিখে রাখে!
এইসব দিনান্তের অন্তিম
নিরুত্তর হাহুতাশে মিশে যায়—
প্রগোলভ স্বপ্নের বাতাস!
হাড়হিম তমসায় নিরন্ধ্র সৃজনের বিষ
প্রারম্ভিক সমৃদ্ধ কঙ্কালে,
আজ তবে শেষতম স্মৃতিচিহ্ন রেখে যাক!
নীতিহীন নিলর্জ্জের অবিরাম আক্ষেপ।।