উদ্যম সেও কোথা যেন মিশে যায়!
স্বপ্নের মতো আলিঙ্গনে–
মশালের নিরবধি আলো,
বেবিলনের ক্লেশ হীন কোলাহল যেথা শুনিবারে চায়!
রাত্রির এইসব আশ্চর্য রক্তিম সময়ে!
নাইকো উত্তর তার,
কারে তুমি বলিবে মায়াবি?
যেখানে পড়ন্ত রোদের গানে,
সম্রাট আগুনের রঙ ভালবাসে–
ভালবাসে সংহত দামামা থামিবার পরে কোনও এক নারী!
নয়নাভিরাম সময়ে–
স্বপ্নের আর সৌন্দর্যের চাহিদা নেই কোনও,
হে কবি তুমি নিশ্চিত জেনো!
অপলক ঝাপসা দ্যাখে আজকের জীবন্ত কীটেরা,
যদিও বিসস্ত্র স্বপ্নের প্রহরে–
কেবলই অপেক্ষা অপেক্ষা!
এই সব ফসলের আহ্বানে,
মৃত তারাদের দোষ ছিল নাকি?
পলাতক সমুজ্জ্বল সন্ধ্যায়–
কেমনে মাঠে আর প্রান্তরে!
জীর্ণ জীর্ণ রুক্ষতায়–
এইসব সময়ের বিবর্ণ কিটেরা,
একদিন গিয়েছিল ভরে!
নিষ্কলুষ
ফলন্ত আলোর দেহে,
ক্রমান্বয়ে
জলধির অন্তরে অন্তরে;
তবু যারা
জন্মিছে আজ–
জন্মছি উদগ্রীব আশায়!
তারা যেন এক শতাব্দী প্রাচীন পৃথিবীর এইসব আলোর দিশারী।।
হারানো স্বপ্নের গান–
সূর্যের সুসংহত গরিমা মুছে ফেলে,
অনুপম লাবণ্যে
তারাও যেন এক আকাশ স্বপ্নের পথিক!
সময়ের অবিচল মেহনতি গানে–
সমবেত সময়ের আশ্চর্য স্লোগানে!
তারা আজও এক অবিচল স্নেহময়,
সেইখানে মৃতপ্রায় স্বপ্নের পালঙ্কে শুয়ে রবে,
আহত শুঁয়োপোকা!
আজকে শুঁয়োর অমোঘ সৌন্দর্য বুঝে নিয়ে–
ঘুমের মতো অন্তিম ভালবাসায়।।