হালকা হাওয়ায় ভাসছি এখন!
ভাসছি আমি হালকা হাওয়ায়–
আধার রেখা ডুবেই গেল!
সেই মননের স্বপন ছোঁয়ায়।

স্মৃতি বাগান কথা কয়,
কথা হয় সাঁঝ বিকেলে!
বলতে পারো কেন জীবন–
এমনি ভাবেই দিন চলে।

তোমার সে ঋণ আমার হবে,
আমার ভীষণ দৈন্যতা–
ঋণের কথায় ঋণ যে রাখে!
পরিশোধের ওই মৌনতা।

থাক তবে সে অমন কথা–
সেই কথাতে কাজ যে নাই,
কথায় কথায় কাঁদায় ভুবন!
এমন কাজ কেইবা চায়।

আমিও তো ভারি ছেলেমানুষ–
তোমারও এমন বয়স কিবা?
কেনই এসব মিথ্যা চাওয়া!
ভাবছি এখন রাত্রি দিবা।

সেই নিশীথের স্বপ্ন খানিক,
জ্বলছে ভীষণ সাঁঝ প্রভাতে–
আঁধার রাতে আলোর মাণিক!
দেবেই ধরা কার সে হাতে?

জ্যোৎস্না আলোর অকূল পাথার–
প্রাণ সে রাখো তোমার প্রাণে!
চেয়েই দ্যাখো অরুণালোক–
তোমার হিয়ার স্বপ্ন গানে।

চলো সবে এই হাতটি ধরো,
হাতটি ধরো আহ্লাদে–
তোমার হাতেই ভুবন গড়ো,
মৃত্যু শিখায় প্রহ্লাদে।।