জানি মনের গভীরে আঁধার নামলে
ঘনাবে অন্ধকার,
স্নিগ্ধ ভুবনে নব স্বপ্নের গানে
রেখে দিও হাহাকার।

দেখো মিছে স্বপ্নেরা আঁধার তিমিরে
ঘুম দিয়ে গেল চোখে–
সেই ঘুমের ভিতরে নিজেরে হারালে
কোন মননের শোকে!

নিরুপম শোভা ঘৃণার দেশেতে
নিয়ে গেল আজ যারা,
আকাশ নয়নে অনন্ত বিজনে
ঝড়ে পড়ে প্রাণ ধারা।

রাতের শরীরে তারারা হারাবে
মোর, শেষ সেই পরিনতি-
দুঃখ সাগরে বেদনার ভিড়ে
তাতে কার কিবা ক্ষতি?

চির বিদায়ের ক্ষণে নেমে এলে ঘুম
উৎসব এল প্রাণে,
মৃত তারাদের দেশে স্মৃতি ফিরে আসে
নব বজ্রের টানে।

এই মৃত পৃথিবীটারে চেনো বারে বারে
দুঃস্বপ্নেই ঢাকা—
তোমার স্বপনে অমোঘ আলোর সৃজনে
বেদনারা থাক আঁকা।।