অজস্র মৃত্যুরে তুমিই তো আজ
করেই এসেছো পার,
তোমার তো নাকি জনম নেইকো
তোমার তো নেই হার।
অজস্র জনম পার করে এসো
মৃত্যুর সেই দেশ—
জন্মের তীরে তরি বাঁধা থাকে
বিগত মৃত্যু রেশ!
তোমরাও আজ চুপ করে থাকো
খিদেই জ্বলছে পেট,
শরীর টাও তুমি আবরণে ঢেকো
লজ্জাকে দিয়ো ভেট।
তোমার দুঃখে দুখ নিয়ে ফেরে
আমার বর্ণমালা,
অরুণ প্রভাতে আগুনের গানে
সাজাও বরণডালা।
শিশিরে তোমার গান যে শুনি
অশ্রুতে তুমি চুপ,
আদি সত্যের তীরে রেখে যাও রঙ
সুরভি সন্ধ্যা ধূপ!
তোমার মুখেই ফুটে থাক গীত
বর্ণ আলোক শোভা!
কতো বিপ্লবী গানে মহিমা সৃজণ
রক্ত বরণ আভা।
নীলাম্বরে তুমি রঙ নিয়ে ফের
করো না কখনও ভুল,
অমোঘ আহ্বানে রাঙা হোক প্রাণ
ওই হৃদয়ের সমতুল।।