জন্ম দাগ সাজিয়ে রাখি
তোমায় খুঁজব বলে,
বলো সখি আজ এমনি ভাবেই
আর কি দিন চলে।
প্রাপ্তির কথা দিলেম ছেড়ে—
সেসব দারুণ কম,
ভয় তবু আর করি না মোটে
নহি তো কাজের যম!
পথে প্রান্তরে আহত ব্যাথায়
আমার শিক্ষা গ্রহণ,
রাত্র সুখের গাত্রদাহে
নেই যে আমার মন।
তবুও আমি আমার ভেতর
এই আমিরেই চিনি,
সদা হাস্য প্রসন্নতায়
হৃদয় রাঙান যিনি।
তাই হেথা আজ সাজিয়ে রাখি
সেই তো জন্ম দাগ,
তুমিও না হয় পায়েই মারালে
পুষ্প অরুণ রাগ।
একদিন তবু ফিরেই এসো
এই চেতনার কাছে,
জানব অনন্ত রঙিন নির্নিমেষে
তবুও তো কেউ আছে।।