ঝামেলা কেলেংকারি ভয়াবহ দুঃখ
সাংঘাতিক ভালো কিছু লেখা পথপ্রদর্শক অমরবৃন্দ
কাঁপিয়েছিলো দুনিয়া বদলে গেছিলো চালচলন
এখন কেউ আর পড়ে না লোকটাও কবে মরে ভুত
ভোলবার জন্য কাউকে খোঁজার জন্য বাদুড়ের ডানার
অন্ধকার থেকে পালানোর জন্য এই অনন্ত নেশাভাং
পাঁজরের সঙ্গে ঝুলতে থাকা আত্মসম্মান
নিবিড় ফুটপাথে রাত্রির সংযোগ
আমি কি চেয়েছিলাম মধ্যযুগ অমানিশা তবু লিখতে হলো
এত ভালোবাসতাম তবু কিশোরী মরে গেলো
যারা ন্যাকা তুললো পতাকা আমার নাম লেখা
এখনো কেউ কেউ সাবজেক্ট না পেয়ে আমাকে রিসার্চ করে
গহ্বরজনিত বিষ খায় আর বিপদে প’ড়ে যায়
সাবধান করিনি কি লেখাগুলো পড়ো নি কি