তিনজন প্রাচ্য জ্ঞানী
তিনটি  ছন্দের ছদ্মবেশে
এক ভোরে এসেছিলো আমার সকাশে

আমি যীশু নই তারা ভালো করে জানে
তবু প্রশ্ন  কি এই তুষারক্ষতের মানে
জানতে চায়  শুঁকে ফেরে মহাপৃথিবী
হারিয়ে যেতেই পারতো পুরনো ছবি

আকাশে উড়ায়েছিলো তিনজনই দুস্তর হরিণ
তিন ছন্দ প্রাতরাশে চেয়েছিলো ওমলেট সেদিন