অত নির্জন অমন ফাঁকায়

পারবে না ওই বৃষ্টির ঝোঁক
শীতের হাওয়া  রোদের প্লাবন

সহ্যসীমার  বাইরে তোমার
একাই মালিক  নেই ভাগীদার
পারবে না গো  মরেই যাবে

এই পরিসর তোমার ভালো
তুলসীছায়ায় মান-অপমান
মশার কামড় সাপের ছোবল
তার মধ্যেই কালীদা আছে
ভানু ঘুমায় গেটের পাশে
অর্থাৎ এত সাতসতেরোর মধ্যে কোনো প্রোটিন আছে

এ সব ছেড়ে শূণ্যে দোদুল  বেলুনবাজি  পাগল না কি
সাতটা তারার একটাও নেই ওই শূণ্যে  জানিস না কি

হারিয়ে যাবে অংক খাতা  ঝুমকোলতা  বুঝলে কথা
নিজের কান্না  নিজের কানে  পৌঁছবে না