বুকের মধ্যে হু হু করে
হা হা করে
বুকের মধ্যে খাঁ খাঁ করে
কোথায় গেলি বাবা
বুকের মধ্যে ভ’রে ছিলো দু- হাত জুড়ে ভরা ছিলো
এই তো সেদিন কত আনন্দে কত আত্মহারা
উড়ছে বকুল হাওয়ায় হাওয়ায়
কলাগাছের ঠান্ডা পাতায়
হাত দিলে ভাত
জুড়িয়ে যাবে এই আশায়
দিন কেটেছে
আজকে দেখি পুকুরপাড়ে চাঁদকে ধুয়ে
আকাশে কে টাঙিয়েছে
কোথায় গেলি আসবি না আর বাবা
তোর জন্য জেগে জেগে রাত চাঁদ হয়েছে ময়লা
বুকের মধ্যে হু হু করে কত বছর হলো