ভিড়ের ভেতর নিজেকে মনে হয় ভাঁড়।
তাই দলছুট পিপড়ার মতো নির্জন দেয়ালে দেয়ালে হাঁটি।
কোথাও সবুজ পাতায় নুয়ে পড়া গাছ
দেখলে মনে পড়ে মাতামহের মুখ,
এর তলে তাহলে একটু সময় জিরিয়ে নেওয়া যেতে পারে।
পথে পথে ঘুরি, পায়ের তলে নরম ঘাস,
দুয়েকটা ধ্রুবতারা যেন অনুজপ্রতীম
ও প্রেম, তোমাকে ধন্যবাদ , তবু তো লগ ছাড়ো না।
প্রেমহীন মানুষই আসল এতিম।