ছলনাময় এই শহরে স্বপ্নের কেনা-বেঁচা থেমে যায় মিথ্যের হাতছানিতে!! আবেগের সামান্য দুর্গম পথ পার হলেই বাস্তবতার চৌরাস্তা; সেখানে আরো কিছু ভেজাচোঁখ হাত বাড়িয়ে অভ্যর্থণা জানাতে প্রস্তুত হাতে হাত মিলে গাথুনি হয়। চাকচিক্যের আড়ালে পড়ে থাকা ভঙ্গুর গাথুনি থেকে এই গাথুনী আরো শক্ত হয়!!
কবিতাটি ৬৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৮/০১/২০১৮, ১৮:২০ মি: