রক্তাক্ত সমাজ!
বয়ে চলেছে "রক্ত গঙ্গা"!
কোথাও পা ফেলার যায়গা নেই!
ছড়িয়ে আছে চারিদিকে মানুষের জীবন্ত লাশ!
তারই উপর পা দিয়ে স্বর্গের উদ্দেশ্য যাত্রা করে শয়তানের বাচ্চা!
ক্ষুধার্ত মানুষের বুক চিরে কলিজা বের করেও সন্তুষ্ট থাকে না ঈশ্বর!
""রক্ত চাই,,!
লাল টকটকে টাটকা রক্ত!
মানুষের রক্ত!
না পেলে- ধরে আনো গরু, ছাগল, মোষ,,,,,,
এক কোপে মুণ্ডটা আলাদা করে দাও ধড় থেকে!
দাও আমাকে টাটকা রক্ত!
আমি ঈশ্বর! আমি রক্ত চাই,,,,,
আমি আল্লাহ! আমি রক্ত চাই,,,,,
আমি গড! আমি কোন বাকি থাকব আমিও চাই,,,,,