তারপর? কতদিন? কত মাস? ক-বছর?
কত যুগ থাকবে এ ভুয়ো ক্ষমতার জোর?
আজ তুমি যার পিঠে করাঘাত দিলে,
গতকাল তুমি তার সম্মুখে ছিলে।
আঘাত দিয়েছে সে ও, ব্যাথা ছিল বটে।
তবু, শান্তির বাণী ছিল তোমার ওই ঠোঁটে।
দাউদাউ জ্বলছিল বুকের আগুন
ব্যথা ছিল যত গৌরব শতগুণ।
যেই তুমি দক্ষিণে হাওয়া পেয়ে গেলে,
অমনি উঠলে নেচে, হুংকার দিলে।
খুয়ালে সগৌরবে গৌরব সার,
গৌরব রূপ নিল প্রতিহিংসার।
তেড়ে এলে বাড়ি নিয়ে দ্বেষ নিয়ে চিলে,
নিরস্ত্র মানুষের নীরব মিছিলে।
তোমার জন্য পথ সমান্তরাল....?
সময়টা গোল জেনো, আজ থেকে কাল।
যে ভুলের ছুট দিতে তুমি এলে সত্য
মুখোশটি খুলে তুমি সেই ভুলে মত্ত।