শতাব্দীর শব দাহ করে কোন এক নতুন সকালে
তুই আর আমি মুখোমুখি তোর আঁকা অজানা শহরে।
সময় থমকে যাবে ক্ষণে, আঝরে ঝরবে জানি কালি,
হাতও কাঁপবে তোর- প্রয়োজনে অথবা অহেতু।
শার্টের বোতাম খুলে হাতে পেন তুলে দেব,
বুক জুড়ে এঁকে দিস আরেকটি রবীন্দ্র সেতু।
আমি যেতে চাই ওই পাড়ে গঙ্গার
আমি হেঁটে যেতে চাই ওই ওই পাড় ধরে
আমি ছুঁয়ে দিতে চাই লাল দিগন্ত রেখা
তোর ফেলে যাওয়া মাটি ভর করে।