তুমি ভাবছো, আমি তোমার পথের কাঁটা হব।
কিন্তু আমি তেমনটি নয়, যেমন তুমি ভাব।
যাও চলে যাও সোনায় গড়া সুখের পালকি চড়ে।
নাইবা আমি এমন ভাবে রইলাম হেথায় পড়ে।
ভেবেছিলাম তোমার চোখের কাজল হয়ে রব।
কিন্তু তুমি আমায় তোমার চোখের বালি ভাব।
দাও ভেঙে দাও, আমার চোখের স্বপ্ন ছিল যত।
বুকে আমার নাহয় হল একটু খানি ক্ষত।


আমার জন্য বৃথাই কেন দুরে যাবে তুমি।
তোমার জন্য অনেক ...... দূরে চলে যাব আমি।
কখনো আর এমন ভাবে তোমার ভালোবাসবো না।
তোমার চোখের আড়াল হব ডাকলেও আর আসব না।
জানি তুমি থাকবে ভালো আমি আড়াল হলে।
ভালো থেকো, সুখে থাকো যাচ্ছি আমি বলে।