আপনাকে জানাই 65 তম প্রজাতন্ত্র দিবসের আগাম শুভেচ্ছা ...................
জীবন দিয়ে মোদের জন্য আনল যারা স্বাধীনতা,
তাদের জন্য দিচ্ছি মোরা দু-মিনিটের নিরবতা।
দুই-দশ মিনিট বাধ্য হয়ে দিচ্ছি তাদের জয়ধ্বনি।
সত্যি কথা বলতে মোরা কোন ক্ষনে আর তাদের মানি।
মন থেকে কী তাদের কভু শহিদ বলে মেনেছি ?
বাধ্য হয়ে চাপের বসে তাদের কথা জেনেছি।
কেনই মোরা করব পালন বছরের ঐ একটি দিন ?
তার চেয়ে ভালো সারা জীবন হয়ে থাকবো হৃদয় হীন।
সত্যিকারের হৃদয় যেদিন বুকের মাঝে জন্মাবে,
সেদিন মোরা মানুষ হবো, অশুরেরা বধ হবে।
বাধ্য হয়ে করবো না কাজ করবো মনের ইচ্ছেতে।
সাহস নিয়ে এগিয়ে যাবো ভয় পাবনা বিচ্ছেদে।
তাদের কথা ভাববো, যারা তাড়িয়ে শত্রু ব্রিটিশকে-
জীবন খানি বিলিয়ে দিয়ে মুক্ত করল এ দেশেকে।
তাদের কথা শুনবো, যারা দেশের দশের ভালো চান।
তাদের কথায় চলবো যারা দেশের জন্য দেবেন প্রাণ।
হাত মিলাব অন্য হাতে দেশের কথা ভেবে।
দেশের জন্য আমাদের মানুষ হতেই হবে।
দেশের যারা চাইবে ক্ষতি তাদের মোরা করব শেষ।
নিজের জীবন তুচ্ছ করে, রক্ষা করব দশের দেশ।
তবেই হবে পালন সে দিন যাহার লাগি বাধ্য মন।
ধন্য হবে মানব জনম সার্থক হবে এ জীবন।।