যদি সুযোগ পেতাম, রামচন্দ্রকে প্রশ্ন করতাম —
কেন ছলনার আশ্রয়ে, গোপনে ছায়ার ঢালে,
আপন মহিমা আপন তেজ ত্যাগ করে,
বনবাসী রাজা, মিছে কলঙ্ক কেন নিলেন মাথায়?

বালি যদি পাপের ভাগী, আর আপনি সত্যের পথিক,
কেন ধরা দিলেন না সম্মুখ রণে,
কেন শঙ্খ ধ্বনির প্রতিধ্বনি বাজল না অরণ্যের বুকে?

সুগ্রীবের কাঁধে কেন বন্দুক রাখলেন,
অন্যের দ্বন্দ্বে কেন নিজ শিকার করলেন?
আপনি যে আদর্শের মূর্তি,
আপনার ছায়া তো অন্ধকার সিক্ত ছিল না,
তাহলে কেন আজ এই পথ, এই ছলনা?

বীরত্বের নাম যদি লুকিয়ে থাকা নয়,
তবে কেন বান নিক্ষেপিত হয় আড়ালে আঁধারে?

তবে কি ভয় ছিল আপন হৃদয়ে?
এত সাহসী তেজস্বী বীরের ভেতরে কি সংশয় ছিল?
শক্তির আড়ালে দুর্বলতার প্রশ্ন চাপা ছিল?

হে রাঘব, মহামান্য বিচারক, সত্যের আলো—
কেন আশ্রয় করলেন কলঙ্কের ছায়া, গোপন অন্তরাল?
রাজ সিংহাসন কি এতই দূর পথের বাধা ছিল?
নাকি এই প্রশ্নগুলোই অমীমাংসিত থেকে যাবে চিরকাল?