চেয়েছিল হারিয়ে যেতে,
নিজের থেকে অনেক দূরে।
বীণার তারে বাঁশির সুরে।
বনলতার খেলা চুলে।
রাতের তারায় ভোরের ফুলে।
নীলাঞ্জনার নীল নয়নে,
শকুন্তলার তপোবনে।
সেই ছেলেটি হারিয়ে ছিল,
ডুলুং নদীর তীরে।
ফাগুন মাসের আগুন নিয়ে
খেলছিল সে আপন মনে,
হঠাত্ সে কোন খেয়ালী বান
ভাসিয়ে দিল তারে!
হারিয়ে গেল ছেলেটি সেই
ডুলুং নদীর তীরে।
জানি তুমি খুঁজছো তারে,
বাদলা হাওয়ায়, শরত মেঘে।
কল্প দেশে, অচিন পুরে।
বইয়ের পাতায়, মনের ঘরে।
উদাস মনে জুয়ার খেলা
খেলছিল সে নিজের সনে।
সেই ছেলেটি হারিয়ে গেছে,
শাল পিয়ালির গহিন বনে।
বন ক্যাসিনোয় হারল চরম,
হানল আঘাত আপন মনে।
হারিয়ে গেছে ছেলেটি সেই
শাল পিয়ালির গহিন বনে।
জানি তুমি খুঁজছো তারে,
দূর অজানায় কপোত বেশে,
নদীর তীরে, পাহাড় দেশে,
তুলসী তলায় দিনের শেষে।
হারিয়ে গেছে সেই ছেলেটি,
হারিয়ে কোথায় কেই-বা জানে,
জানি তুমি খুঁজছো তারে,
পাহাড় নদী সাগর বনে।