সাহিত্য আজ শখের নিছক, কারোর ফ্যাশন।
হয়তো তোমার কিংবা আমার
ফেমাস হওয়ার ভাষা।
কাজল কালো মাস্কারাতে
দিনের আলোয় আঁধার আঁকা
কচিকাঁচা স্বপ্নগুলো গুদামঘরে ঠাসা।
শব্দ রোগা, কাব্যে বিশাল ভুঁড়ি,
রুগ্ন ঝিকুট। পাতায় পাতায়
লু হ্যারিকেন ছিয়াত্তরের মন্বন্তর।
দেখছি কবি মরছে ছটফটানি যন্ত্রণায়।
তার নামও কবিতা রাখে।
মুচকি হেসে পাঠক বলে,-
অসাধারণ! অনবদ্য!বাঃ বাহবা! খুব সুন্দর।
ঠোঁটকাটা সব কলম গুলো
উল্টি করে রাস্তা-ঘাটে
গো-ভাগাড়ে খাবার সাজে। পাকস্থলী পচে।
লিপগ্লোস আর লিপিস-টিকে
ঠোঁটটা তবু রাঙাই থাকে
আজব রকম ঢেঁকুর তুলে লোভন রসদ রচে।