আংটি বলিল, ‘শোন ওহে অনামিকা
তোমার সৌন্দর্য যত সবই মোর দান।
অতএব আমি তব এ রূপের স্বামী
সেহেতু আমারে দাও শ্রেষ্ঠ সম্মান।’
অনামিকা হেসে কহে, ‘আংটি মহাশয়,
তোমারে গড়েছি মোরা পাঁচ ভাই মিলে।
তাহার মধ্যে এক আমি অনামিকা।
তুমি তবে কি বিচারে মোর স্বামী হলে?’