ভয় নেই দেবী তুমি আছো নিরাপদে,
বিপথে ছুঁবো না গায়ে গৌন স্বভাবে।
অস্পৃশ্য হাত দুটি বেঁধেছি শিকলে আমি
ইচ্ছেও বাঁধলাম স্বত্বার অভাবে।
গড়েছি যে মন্দির আপনার মনে,
তারই মাঝে দেবী তুমি নীরবেই রবে।
যদি তোমা দেবালয় ফাঁকা পড়ে শূন্য
তবু মন-মন্দিরে তোমা পূজা হবে।