মূল্য তো কমে যায় জানি
মাথা নত করলেই ক্ষনে।
তবু কিছু অনুভূতি
মাথাটা ঝুঁকিয়ে চলে।
হয়তো বা ভালোবাসা
কিংবা তা হারানোর ভয়।

মাথাটাকে উঁচু করে
মুখোমুখি দাঁড়িয়ে
বোবা চোখের বোকা দৃষ্টি
হয়তো বুঝবে কোনদিন,
প্রয়োজনই কাছে এনেছিল
ভালোবাসা কখনোই নয়।