শীত পেরিয়ে বসন্ত যেই এল,
সাতটি রঙ ও আকাশ রাঙিয়ে দিল।
আবির রাঙা এক-সে বিকেল বেলায়,
নাম না জানা ছোট্টো একটি মেলায়,
দেখে ছিলাম তোমায় প্রথম বারে,
সবুজ ঘাসে মোড়া মাঠের ধারে।
দাঁড়িয়ে ছিলে, নুপুর তোমার পায়ে,
স্পর্শে মধুর কোমল ঘাসের গায়ে।
তাকিয়ে ছিলে নীল আকাশের দিকে
অতলস্পর্শে, ঐ রামধনু টিকে।
লুকিয়ে ছিলে মুখটি তুমি লাজে,
রামধনুর ঐ সাতটি রঙের মাঝে।
কে জানে হায় কোন সে ইন্দ্রজালে,
হারালো মন রঙের অন্তরালে।
পুব আকাশে গেরুয়া ঘোমটা টেনে,
সূর্য গেলে লাল দিগন্ত পানে।
আমি তখন প্রেমের গন্ধ নিতে,
আবির রাঙা গেরুয়া গোধূলিতে
কখন যেন নিজের নিজেকে ভুলে,
হারিয়ে ছিলাম তোমার খোলা চুলে।
হঠাত্ এল নিগূঢ় কালো রাত,
ঘনিয়ে নিশি বাড়িয়ে কালো হাত।
তুমি ও যেন কোথায় হারিয়ে গেলে,
আঁধার রাতে আমায় একা ফেলে।
সেই আঁধারেই প্রতীক্ষিত আমি,
আসবে কবে জ্বালবে প্রদীপ তুমি।