“তোমার বুকে একটু মাথাটা রেখে
কাঁদতে দেবে আমায়?”

সেদিনের তোর সেই হৃদয় বিদারক কান্নায়
প্লাবিত বুকটা আমার বড্ড তৃষ্ণার্ত আজ।
বিস্তৃত দিকচক্রবালে একাকী চাতক যেন,-
হা- করে চেয়ে আছে আকাশের পানে।
সুনামির প্রতীক্ষায় আজ মরীচিকায় ও
ভরসা জমায়, যেন এক উন্মাদ পথিক।
জানি আজ এ বুকটা সাহারায় মিশেছে।
হাজার বক্ষ ভিড়ে নদী খুঁজে পেয়ে গেছে
অতল সাগর, শুধু নীল-নীল-নীল।
জানি আজ আমি তোর শুধুই অতীত,
প্রাক্তন অতীব প্রাক্তন।
কিন্তু,-
আমার বর্তমান আজও তোকেই খোঁজে
তোর অতীতে ডোবে সারাক্ষণ।
            তুই আজও নূতন, চির নূতন।