ওরা ধার্মিক! তাই ঢাক ঢোল নিয়ে হৈহৈ রবে কীর্তন করে।
ওরা ধার্মিক! তাই দিনে পাঁচবার মাইক বাজিয়ে নমাজ পড়ে।
ওরা ধার্মিক! তাই ঈশ্বরের কাছে পাঁঠা বলি করে।
ওরা ধার্মিক! তাই আল্লাহর নামে গরু বলি করে।
ওরা ধার্মিক! তাই হিন্দু হয়ে মসজিদ ভাঙে।
ওরা ধার্মিক! তাই মুসলিম হয়ে মন্দির ভাঙে।
ওরা ধার্মিক! তাই প্রসাদ হিসেবে গাঁজা ভাং পান করে।
ওরা ধার্মিক! তাই যৌন খিদায় যত খুশি বিয়ে করে।
ওরা ধার্মিক! ওরা মানুষ নয়! ওরা যা করে তা ধর্ম কর্ম!
আমার মনে প্রশ্ন জাগে, ওরা কি বোঝে ধর্মের মর্ম,,,,?
স্বার্থ লোভে ভণ্ড ধর্ম আমি করতে চাইনি।
লোকে আমায় নাস্তিক বলে, ধার্মিক উপাধি পাইনি।