পাড়ার দাদা'ঘোঁচু' বাবু মন্ত্রী হলে পরে,
হাসপাতাল ও শ্মশান হবে প্রতি ঘরে ঘরে।
ব্যাক্তিগত শ্মশান হবে, বলল নিজের মুখে।
মরার পরেও ঘর বানিয়ে থাকবো সেথায় সুখে।
ব্যাক্তিগত চিকিৎসালয়...... একটু খানি ভাবো।
'ঘোঁচু' বাবু গালটা কোথায় ? একটা চুমু খাবো।
অনেক আগেই প্রমাণ এটা আমরা কেমন সচেতন।
মন্ত্রী হলে 'ঘোঁচু' বাবু হবেই দেশের উন্নয়ন।
শুকনো গাছে ফুল ফোটাতে 'ঘোঁচুই' শুধু পারে।
তাই 'ঘোঁচু' ছাড়া নির্বাচনে সবাই যেন হারে।
জনগণের সমর্থনে মন্ত্রী হলো 'ঘোঁচু'।
হেন করবো, তেন করবো, করার বেলায় কচু।
আবার এটা প্রমাণ হলো, আমরা কেমন সচেতন।
যাকে তাকে মন্ত্রী করে, হয় কি দেশের উন্নয়ন ?