মা রে এ তুই কোন জগতে জন্ম দিলি!
যেথায় মানুষ, চোখ থাকতে অন্ধ।
সত্যি কথা কেউ শোনেনা, কান করে নেয় বন্ধ।
মিথ্যা গুজব ভণ্ডামি তে সমাজটা আজ নষ্ট।
ধর্মের নামে রাজনীতি হয়, মিথ্যাচারী শ্রেষ্ঠ।
বলছে মিথ্যা ভাবছে মিথ্যা, মিথ্যা দিয়ে গড়ছে দেশ।
স্বার্থ লোভী ভণ্ড সাধু সমাজটাকে করছে শেষ।
মানুষ তবু তাদের পুজে একটু কিছু পেতে চায়।
বিলাসিতায় বাঁচার আশায় মরণ ফাঁদে পা বাড়ায়।
সোনার পিণ্ড আঁকড়ে ধরে নর্দমাতে ঝাঁপিয়ে পড়ে।
যখন সবই শেষ হয়ে যায় তখন তাদের টনক নড়ে।
বুক ফেটে যায় তবু হাসি পায়, কোথাও সত্য নাই।
হাসতে হাসতে চোখে জল আসে, মন চায় মরে যাই।
বাঁচাতে চাইনা এমন সমাজে, যেথা কেউ মোরে বোঝে না।
মিথ্যা সাগরে ডুব দিয়ে যায়, সত্যকে কেউ খোঁজ না।