তোমার জন্য নিজেকে আমি পাল্টে নিতে শিখেছি।
তোমার চোখে আমার প্রতি ভালোবাসা দেখেছি।
তোমার জন্য কবিতা লিখেছি, নিজেকে করেছি কবি।
হৃদয়ে এঁকেছি তোমার প্রেমের একশো খানিক ছবি।
অন্ধ হয়েছি তোমার প্রেমে, হারিয়েছি এই মন।
তোমারে করেছি এই হৃদয়ের গভীর আপনজন।
এই হৃদয়ের যত ভালোবাসা সবই তোমাকে দিয়েছি।
তোমার চোখের স্বপ্ন গুলো নিজের করে নিয়েছি।